গিভ এন্ড টেকের দুনিয়ায় সব কিছুই ইনভেস্ট করা যায় ৷ একটু আগে ফুটপাতে হাটছিলাম অসাবধানতা বসত ধাক্কা লেগে গেল এক ভদ্রলোকের সাথে ৷ কাল বিলম্ব না করেই সরি বললাম ৷ তার দশ মিনিটও অতিবাহিত হয়নি ৷ একলোক ধাক্কা খেল আমার সাথে পড়ে গেল হাতে থাকা ডায়রিটা ৷ তিনিও কাল বিলম্ব না করেই বললেন সরি ৷ ইটস ওকে বলে চলে এলাম ৷ গুলশান এক নাম্বার গোল চত্তরের কিছুটা পুর্ব পাশে এসেই দেখি লোকজনের জটলা ৷ দুর থেকে দেখলাম এক সি এন জি ড্রাইভারকে মারলো এক মাইক্রোবাস ড্রাইভার ৷ সাথে সাথেই নিজের ইনভেষ্টমেন্ট ফেরত পেলেন ওই মাইক্রোবাস ড্রাইভার হয়তো সাথে কিছুটা প্রফিটও ৷ তাই বন্ধুগণ সতর্ক পদক্ষেপে চলুন ৷ চিন্তা ভাবনা করে ইনভেস্ট করুন জীবনের সবকিছু ৷ মুখ, হাত, মস্তিস্ক, অর্থ, সময় সবই হতে পারে মহামুল্যবান যদি সতর্কতার সহিত তাহা কাজে লাগাই তাহলে পজেটিভ রেজাল্ট আর অসতর্কতা ডেকে আনবেই নেগেটিভ রেজাল্ট ৷ সো বি কেয়ারফুল ৷
No comments:
Post a Comment