Monday, February 23, 2015

মরেও বেঁচে থাকেন যারা


মরেও বেঁচে থাকেন যারা *************** মরহুম খলিলুর রহমান সাহেব ৷ যিনি ছিলেন এক অসাধারন মানুষ ৷ যিনি ছিলেন মানুষ গড়ার কারিগর ৷ হাজারো সন্তানের সম্মানিত পিতা ৷ হাজারো সন্তান কেন বললাম হয়তো কেউ প্রশ্ন তুলতে পারেন ৷ তিনি হাজারো ইয়াতিমকে পিতার স্নেহ মাখা আদর ও শাসনে গড়ে গেছেন মানুষ হিসেবে ৷ তিনি একজন জেনারেল শিক্ষিত মানুষ হয়েও গড়ে তুলেছিলেন ঐতিহ্যবাহী একটি দ্বীনি প্রতিষ্ঠান ৷ তিনি জীবনের সকল সম্পদ ঢেলে সাজিয়েছেন একটি কামিল মাদ্রাসা ৷ তিনি পৈতৃক সুত্রে পাওয়া একরে একর জমি বিক্রি করে ও নিজের সারা জীবনের উপার্জিত অর্থ ব্যয় করে সাজিয়ে তুলেছেন একটি বিশাল এতিমখানা ৷ যার অক্লান্ত পরিশ্রম আর প্রচন্ড আবেগ মিশে আছে তার প্রতিষ্ঠিত কামিল মাদ্রাসা আর এতিমখানার প্রতিটি ইট, বালুতে ৷ আপনি যদি কখনো সেখানটায় যান দেখবেন প্রতিটি বালুকনা আপনাকে ডেকে বলছে মরহুমের কথা ৷ ইট, বালু গুলোও যেন ধন্য তার ছোয়ায় ৷ কত ইট বালুতো বড় বড় রাজপ্রাসাদ নির্মানে কাজে লাগে ৷ কিন্তু যেখানে গর্বের কিছুই থাকেনা ৷ গর্বতো সেখান যেখানে দেওয়া হয় কোরআন আর হাদিসের তালিম ৷ জীবনের সব কিছু আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বিলিয়ে দিয়েছেন যারা তাদেরই একজন মরহুম খলিলুর রহমান সাহেব ৷ যার জীবদ্দশায় প্রতিষ্ঠাতা হিসেবে তার নামটি মাদ্রাসা বা এতিমখানার কোন নেমফ্লেটে লিখতে পারেনি কেউ ৷ জনাব আপনিতো চলে গেলেন কিন্তু নামটা আজ আমরা লাগিয়ে দিয়েছি ৷ ক্ষিপ্ত হবেননা আমরা আজও আপনাকে ভালবাসি যতদিন বেঁচে থাকি ততদিন বাসবো ৷ যদি ভুল করি তবে ক্ষমা করে দিবেন ৷ আসলে যখন প্রথম আপনার মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম চিনতে পারিনি আপনাকে ৷ অন্তত ছয়মাসের পর জানতে পারলাম আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা আপনি ৷ আপনি কেন এতটা সহজ সরল জীবন যাপন করতেন ? আপনার সাজানো বাগানে ভ্রমর হয়ে গিয়েছিলাম মধু সংগ্রহ করতে ৷ জানিনা কতটুকু পেরেছি ৷ তবে একথা বলতে পারি আপনাকে দেখে অন্তত এতটুকু শিখেছি বিনম্র জীবন যাপন মানুষকে মানুষের চোখে বড় করে তোলে ৷ আপনার বিদায়ের পর তিনটি বছরও থাকতে পারলামনা আমরা সার্টিফিকেট দিয়ে বিদায় করে দিয়েছে হুজুররা ৷ যেদিন সার্টিফিকেট হাতে নিয়ে বাড়ির পথে হেটেছিলাম কেন যেন মনটা বিচ্ছেদে হুহু করে কেঁদে উঠেছিল ৷ আজ আপনি জান্নাতের মেহমান হয়ে পাড়ি জমিয়েছেন ৷ কিন্তু আপনার বাগানের ফুল সুবাস ছডিয়েই চলছে অবিরত ৷ আপনি কি মধু আরোহী মৌমাছির আনাগোনা দেখতে পান? সেদিনের কথা কি করে ভুলে যাবো যেদিন ঝালমুড়ি ওয়ালা কাগজের ঠোঙ্গায় ঝালমুড়ি বিক্রী করছে ৷ আর আপনার আদরের কচি কাচা মৌমাছিরা খেয়ে খেয়ে ঠোঙ্গা ফেলে মাদ্রাসার আঙিনা নষ্ট করছিল ৷ আপনি কাউকে কিছু বলেননি নিজে হাতে সেগুলো পরিস্কার করেছিলেন ৷ ভীষন লজ্জা পেয়ে সেই ঝালমুড়ি ওয়ালা আমাকে ডেকে বলেছিল যদি না খেয়েও থাকি তবুও আর কখনো এখানটায় দারিয়ে দোকান করবোনা ৷ আপনি সবসময় অবনত মস্তকে হাটতেন তাই কি আজ আপনি এতো সন্মানিত ৷ আপনি দোয়া করবেন আমিও যেন বিনয়ী হতে পারি ৷

No comments:

Post a Comment