Tuesday, August 2, 2016

একটু শুনুন, একটু ভাবুন



একটু শুনুন, একটু ভাবুন
এম,আই আরমান

একটু শুনুন, একটু ভাবুন
একটু দেখুন, একটু লিখুন
একটু বুঝুন, একটু বুঝান
একে অপরকে ভালবাসুন ৷


আর যেন না রক্ত ঝরে
আর যেন না মানুষ মরে,
নিজে বাঁচুন মানুষ বাঁচান
মমতা দিয়ে দেশটা গড়ুন ৷


এদেশটাতো সব মানুষের
এদেশটাতো দিন মজুরের,
এদেশটাতো কৃষক, জেলে, তাঁতি,মাঝির
এদেশটাতো রক্তে কেনা বীর শহীদের ৷


রক্ত-প্রানের বিসর্জনে
এদেশ যারা গড়েছিলেন,
আজকে দেশের এ হাল হবে
তাঁরা কি কভু ভেবেছিলেন ৷


আজকে কেন বিভক্ত জাতী
কেন এত ক্ষমতার লড়াই,
কেন আমরা স্বাধীন দেশে
স্বাধীন ভাবে চলতে না পাই ৷


বলতে না পাই মনের কথা
লিখতে না পাই স্বাধীনতা,
বলতে গেলে দাবীর কথা
লংঘিত হয় মানবতা ৷


গুলি করে মারছো মানুষ
এটা কেমন স্বাধীনতা?
আমার দাবী অন্য, বস্ত্র, বাসস্থান,
শিক্ষা আর চিকিৎসা সেবা
আমার দাবী ভোটের অধিকার ৷


যদি না পাই একটা কিছু
লাগবো আমি তোমার পিছু,
প্রয়োজনে জীবন দেবো
করবো নাকো মাথা নিচু ৷


আমার দাবী দাও বুঝিয়ে
নাহলে যাও ক্ষমতা ছেড়ে,
তানা হলে তোমার দিকে
আসতে আমি রবই তেড়ে ৷

No comments:

Post a Comment