Saturday, February 14, 2015

সেদিন কেঁদেছিলাম খুব-01

সেদিন কেঁদেছিলাম খুব-01 ================== সুজন তার নাম ৷ ভালই স্মার্ট ৷ গায়ের রংটাও ফর্সা ৷ এভারেজ হাইট ৷ খুব-ই বন্ধুত্ব প্রবন ছেলে ৷ কারো সাথে কথা বলার সুযোগ পেলেই ফ্রেন্ডশিপ হয়ে যায় ৷ সুমিষ্ট বচনভঙ্গী ৷ একবার কারো সাথে কথা বললে মনে রাখতে হবে অনেকদিন ৷ ওর বন্ধুবান্ধব অনেক ৷ প্রায় পঞ্চাশ ষাট জন ৷ ও সবার কাছেই ভাল বন্ধু ৷ দু-তিন ব্যাচ সিনিয়র / জুনিয়ররাও ওর ফ্রেন্ড ৷ কাউকে কখনো অবহেলা করেনা ৷ তাইতো বন্ধুদের কেউ সময় পেলেই ফোন দেয় ৷ ওদের টোটাল গ্রুপটাই চরম আড্ডাবাজ গ্রুপ ৷ আড্ডাবাজিতেই মেতে থাকতে পছন্দ ওদের ৷ চাকুরি, ক্লাস কিংবা ব্যবসা যে যাই করে চান্স পেলেই আড্ডাবাজি ৷ ওদের আড্ডাটাও জমে বেশ ৷ কারো কোন কারনে মন খারাপ হলে এই আড্ডাই যেন তাদের রিফ্রেশ বাটন ৷ আড্ডা দিয়েই ভুলে যায় সব ৷ এভাবেই চলছে ওদের দিন ৷ তবে সবাই বেশ ভালো একটু আধটু দুষ্টামিতো থাকবেই ৷ সবাই সমাজের এ ক্লাস ছেলে ৷ সবাই এডুকেটেড ৷ ভাল ছাত্রও বটে এরকম একটা আড্ডাবাজ গ্রুপ সবার ভাগ্যে জুটেওনা ৷ সুজন ঢাকাতেই থাকে, ওর বাবা ছোটখাটো একটা বিজনেস করে ৷ সুজন বাবাকে কিছুটা হেল্প করে ৷ তা ছাড়া একটা প্রাইভেট কোম্পানিতে পার্ট টাইম জব করে ৷ কমিশন বেজড হওয়াতে ভালই সুজনের ইনকাম ৷ কাজের ওপর নির্ভর করে 15000 - 55000 হাজার পর্যন্ত ৷ কিন্তু টাকা কোথায় যায় জানেনা সুজন ৷ মাঝে মাঝে সংসারে কিছু খরচ করে তবে রেগুলার না ৷ খারাপ কোন নেশাও নাই তার ৷ তার সবচেয়ে খারাপ নেশা তার নিজের দৃষ্টিতে সিনেমা দেখা ৷ সব সিনেমা আবার দেখেনা ৷ ভাল কোন সিনেমা এলে বন্ধুবান্ধব নিয়ে হলে গিয়ে দেখে ৷ আড্ডাবাজ সবখানেই আড্ডাবাজি করতে পছন্দ করে ৷ সিনেমা দেখা মানেই দু তিন হাজার খরচ ৷ হয়তো আগে নাহয় সিনেমার পরে কোন একটা ভাল রেষ্টুরেন্টে পেট ভরে খেতে হয় ৷ আর প্রতি সপ্তাহে অন্তত একবার গ্রামের বাড়ি আসতেই হয় সুজনের বন্ধুবান্ধবের সাথে গ্রামের পাশের নতুন রাস্তায় সপ্তাহে একবার আড্ডা দিতে না পারলে ওর যেন পেটের ভাত হজম হয়না ৷ গ্রামে অনেকই ওকে স্নেহ সন্মান করে ৷ ছোট বেলা থেকেই সুজন সেটা ধীরে ধীরে অর্জন করেছে ৷ পড়া লেখাও ঠিকঠাকমতো করে, আড্ডাবাজি, খেলাধুলা সবখানেই সুজন থাকে ৷ মসজিদের জামাতে ও পাওয়া যায় তাকে ৷ সামাজিক কাজে যথাসাধ্য লেগে থাকার চেষ্টা করে ৷ কারো বিপদ আপদে সামান্যতম সহযোগিতা করতে পারাই তার কাছে গর্বের বিষয় ৷ তাইতো সুজন অনেকের কাছে আদরনীয়, অনেকের চোখে শ্রদ্ধারপাত্র , কারো কাছে পরম বন্ধু ৷ বাবা মা, ভাই বোন সকলের বিশ্বস্ত সুজন ৷ মাঝ রাত পর্যন্ত বাইরে আড্ডা দিলেও কেউই কিছু বলেনা ৷ সুজন ডিগ্রীপাশ করেছে রেজাল্টও ভালো ৷ আজ অবদি কোন শিক্ষক তার বিরুদ্ধে বাবা মায়ের কাছে বিচার দিতে পারেনি ৷ গ্রামের মানুষরাতো নয়ই ৷ যদি কোন অচেনা লোক সুজনের গ্রামে কোন বিষয়ে সুজনের নামে বাজে কোন বিষয়ে বিচার দিতে আসে তাহলে মার খাওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে ৷ আর ওদের আশেপাশে দশগ্রামে ওর অনেক বন্ধু ৷ সবার কাছেই সুজন ভাল বন্ধু ৷ যেখানেই যায় বন্ধ নাহয় বন্ধুর পরিচিত কাউকেনা কাউকে পেয়ে যায় ৷ চলবে........

No comments:

Post a Comment